এক সপ্তাহ বন্ধ থাকার পর ৮ আগস্ট থেকে সপ্তাহে দুই দিন ঢাকা-বরিশাল আকাশপথে ফের ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পাতাকাবাহী বাংলাদেশ বিমান। সপ্তাহে শুক্রবার ও রোববার ঢাকা-বরিশাল রুটে বিমান-এর ৭৪ আসনের ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের একটি উড়োজাহাজ যাত্রী পরিবহন করবে। তবে বরিশালবাসী অতীতের মতো প্রতি সপ্তাহের বৃহস্পতিবারও ফ্লাইট পরিচালনার দাবি তুলেছে।
এর আগে গত ২৫ জুলাই বিমান সংকটের কারণ দেখিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে বাংলাদেশ বিমান। এই রুটে বেসরকারি কোনো ফ্লাইটও চলাচল করছে না।
ব্যবসায়ী মনির পালোয়ান বলেন, ব্যবসায়িক কাজে দ্রুত ঢাকা যাতায়াত করতে হয়। ঢাকা-বরিশাল রুটে বর্তমানে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভোগান্তি হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক ফ্লাইট পরিচালনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ফ্লাইট পরিচালনা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, উড়োজাহাজ কম থাকায় যাত্রী পরিবহণ বন্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। কারণ এই রুটে ফ্লাইট বন্ধের কোনো চিন্তা আমাদের নেই।
বৃহস্পতিবারও ফ্লাইট পরিচালনার বিষয়ে তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
https://slotbet.online/