বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় নগরীর রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্রশিক্ষণ পর্বের সমাপনী ও চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৫ দিনের কঠোর প্রশিক্ষণ শেষে কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), কনস্টেবল থেকে এটিএসআই ও এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য পুলিশ সদস্যরা পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা মূল্যায়ন বোর্ডের সভাপতি ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম। এ সময় পরীক্ষা কমিটির অন্যান্য সদস্য, প্রশিক্ষক কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএমপি সূত্রে জানা গেছে, পদোন্নতি পরীক্ষার মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
https://slotbet.online/