নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর পলাশপুরে দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত আলোচিত ‘শিল্পী–সুমন’ দম্পতির বিরুদ্ধে অবশেষে সফল অভিযান চালিয়েছে কাউনিয়া থানা পুলিশ। শুক্রবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শিল্পীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে তার স্বামী মান্নাসুমন পালিয়ে যায় বলে জানায় পুলিশ। দেড় যুগের বেশি সময় ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণে এই দম্পতি স্থানীয়ভাবে এক ধরনের ‘অঘোষিত প্রভাবশালী’ অবস্থান তৈরি করেছিল। মাদক বাণিজ্যের নিরাপত্তায় এলাকায় বিভিন্ন স্থানে সিসি ক্যামেরাও স্থাপন করেছিল—যে কারণে পুলিশ ও গোয়েন্দাদের জন্য তাদের গ্রেপ্তার করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পুলিশের সহকারী কমিশনার পবিএ কুমার হালদারের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন–শিল্পী দম্পতি পালাতে চাইলে ধাওয়া করে শিল্পীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব ইসমাইল, সেকেন্ড অফিসার হরসিদ মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ওই দম্পতির বসতঘরে তল্লাশিতে উদ্ধার করা হয়—১০২ পিস ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ ২০ লক্ষাধিক টাকা ও দেশীয় অস্ত্র। পুলিশ জানায়, আটক শিল্পীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে পলাতক সুমনকে গ্রেপ্তারের ক্ষেত্রেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের বর্তমান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক চক্র দমনে গোয়েন্দা ও থানা পুলিশকে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় এই আলোচিত দম্পতির বিরুদ্ধে অভিযানটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য।
https://slotbet.online/