• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

আদালতের শোকজ নোটিশের মুখে সিলেটের ডিসি সারওয়ার আলম।

প্রতিনিধি / ২৯৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতেই এ শোকজ জারি করা হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ সংক্রান্ত নির্দেশ দেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, তিনি শোকজের বিষয়টি শুনেছেন। তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কপি হাতে পাননি। এদিকে বাদীপক্ষের আইনজীবী ইরশাদুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে শোকজ নোটিশ ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিসির হাতে পৌঁছানোর কথা রয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিজেদের উদ্যোগে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন। পরে তারা অন্য শিক্ষকদের মাধ্যমে অভিনন্দন জানানোর ব্যবস্থা করেন এবং স্কুলের ওয়েবসাইট ও স্থানীয় পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেন। যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলস ও বিধিবিধানের পরিপন্থি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর স্কুলটিতে নতুন একজন প্রিন্সিপাল দায়িত্ব নেন। এর কিছু পরেই দুজন শিক্ষক নিজ উদ্যোগে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন, যা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় এবং শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে বিষয়টি শোকজ নোটিশে গড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/