সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতেই এ শোকজ জারি করা হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ সংক্রান্ত নির্দেশ দেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, তিনি শোকজের বিষয়টি শুনেছেন। তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কপি হাতে পাননি। এদিকে বাদীপক্ষের আইনজীবী ইরশাদুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে শোকজ নোটিশ ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিসির হাতে পৌঁছানোর কথা রয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিজেদের উদ্যোগে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন। পরে তারা অন্য শিক্ষকদের মাধ্যমে অভিনন্দন জানানোর ব্যবস্থা করেন এবং স্কুলের ওয়েবসাইট ও স্থানীয় পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেন। যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলস ও বিধিবিধানের পরিপন্থি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর স্কুলটিতে নতুন একজন প্রিন্সিপাল দায়িত্ব নেন। এর কিছু পরেই দুজন শিক্ষক নিজ উদ্যোগে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন, যা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় এবং শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে বিষয়টি শোকজ নোটিশে গড়ায়।
https://slotbet.online/