বরিশাল, ০১ নভেম্বর ২০২৫ | নিজস্ব প্রতিবেদক
বরিশালের খ্যাতনামা প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডের কোটি টাকার রপ্তানিযোগ্য জুতা আত্মসাতের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলাম (৪০)। এ ঘটনায় দুটি কভার্ড ভ্যানও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি ইসমাইল হোসেন।
গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন —
১. জামাল হোসেন (২৯), বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রাজকর খানবাড়ির বাসিন্দা ও কভার্ড ভ্যানচালক।
২. মো. শান্ত (২৬), ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল মধুহাটি এলাকার শুক্কুর আলীর ছেলে।
মামলার বাদী ফরচুন সুজ লিমিটেডের জ্যেষ্ঠ হিসাবরক্ষক কর্মকর্তা জাহিদ হাসান। তিনি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ওই তিনজনসহ অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, নেদারল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে পাঠানো ১০ হাজার ৮১২ জোড়া জুতা চট্টগ্রাম বন্দরে না পৌঁছে অজ্ঞাত স্থানে নেওয়া হয়। এসব জুতার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
ওসি ইসমাইল হোসেন বলেন, “২৭ অক্টোবর রাতে ফরচুন সুজ লিমিটেডের বরিশাল বিসিক কারখানা থেকে দুটি কভার্ড ভ্যানে পণ্য চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা পৌঁছায়নি। পরদিন ফোনে যোগাযোগের চেষ্টা করেও চালকদের পাওয়া যায়নি।”
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ পণ্যচুরির এই চক্রের অবস্থান শনাক্ত করে। মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগীর হোসেন এবং এসআই হরষিত মণ্ডলের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে রবিউলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে তাদের বরিশালে নিয়ে আসা হয়। পুলিশ জানায়, জব্দ করা কভার্ড ভ্যান এবং আত্মসাতের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার পেছনে ফরচুন সুজের ভেতরের কোনো সংঘবদ্ধ চক্রও থাকতে পারে। তদন্তে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
https://slotbet.online/