নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলার মনপুরা উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই বছরের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে তার মাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো—খোরশেদ আলমের ছেলে রুবেল, জাহাঙ্গীর পাটোয়ারীর ছেলে নাহিদ এবং সালাউদ্দিন সওদাগরের ছেলে সাব্বির হোসেন ওরফে জিহাদ। এ ঘটনার সঙ্গে জড়িত আরেকজন আসামি সজীব এখনো পলাতক রয়েছে। সবাই বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী নারী জানান, তার স্বামী ঢাকায় চাকরিরত। সন্তানকে নিয়ে তিনি বাড়িতে ছিলেন। গত সোমবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে কয়েকজন মুখোশধারী তার ঘরের বেড়া কেটে ঢুকে পড়ে। প্রথমে তারা মোবাইল ফোনে বিরক্ত করতে থাকে—“রিচার্জের টাকা ফেরত দিতে হবে” অজুহাতে। পরে ভোররাতে তার দুই বছরের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে তাকে জিম্মি করে। এরপর দুজন তার হাত-পা বেঁধে ফেলে এবং অন্যরা পালাক্রমে রাতভর ধর্ষণ করে।
ঘটনার দুই দিন পর স্বজনদের পরামর্শে তিনি মনপুরা থানায় মামলা করেন।
মনপুরা সদর থানার ওসি আহসান কবির জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে তিনজনকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
https://slotbet.online/