শীতের শেষ প্রহরে নবদ্বীপের রেলওয়ে কলোনির বাথরুমের বাইরে ঠান্ডা মাটিতে কয়েক ঘণ্টার এক নবজাতককে পড়ে থাকতে দেখা যায়। জন্মের রক্ত তখনো শুকায়নি, শরীরে কোনো চাদর বা চিরকুট ছিল না।
তবে শিশুটি একা ছিল না, কয়েকটি বেওয়ারিশ কুকুর তাকে ঘিরে নিঃশব্দে প্রহরা দিচ্ছিল।
স্থানীয়দের ধারণা, রাতভর কুকুরগুলো কাউকে শিশুটির কাছে যেতে দেয়নি। ভোরে আলো ফুটতেই তারা সরে যায়। বাসিন্দা শুক্লা মণ্ডল প্রথম শিশুটিকে দেখে ওড়না দিয়ে জড়িয়ে নেন এবং প্রতিবেশীদের ডাকেন। পরে শিশুটিকে মহেশগঞ্জ হাসপাতালে, সেখান থেকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, কোনো আঘাত পাওয়া যায়নি; সম্ভবত জন্মের পরই শিশুটিকে ফেলে যাওয়া হয়েছিল। পুলিশের ধারণা, কলোনির কেউ রাতে তাকে রেখে গেছে। নবদ্বীপ থানা ও চাইল্ড হেল্প কর্তৃপক্ষ তদন্ত করছে।
শহরবাসীর মনে রয়ে গেছে রাতের সেই দৃশ্য।
অবহেলিত কুকুরগুলোর নিঃশব্দ মানবিক প্রহরা, যা অনেকের মতে শিশুটিকে ফেলে যাওয়া মানুষের চেয়েও বেশি মানবতা দেখিয়েছে।
https://slotbet.online/