• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রলীগ কর্মীদের ‘ক্লাস-পরীক্ষা বন্ধ’ আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা শরিকদের আসনের তালিকা প্রকাশ করল বিএনপি আজ থেকে পূর্ব পাকিস্তানের নাম হবে “বাংলাদেশ”। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি, আবার পুতিনকেও উষ্ণ অভ্যর্থনা: একসঙ্গে দুই কূল কি রাখতে পারবে ভারত তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ম্যানেজারকে জরিমানা দিল্লি পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট / ৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভোরে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন।

এর আগে, দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করার সময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইনসের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো।

সফরসঙ্গীদের তালিকায় এবারও রয়েছেন খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।

এবারের সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন মোট ১৪ জন। যার মধ্যে রয়েছেন ৬ জন চিকিৎসক।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরসঙ্গীদের তালিকায় এবারও রয়েছেন খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।

গৃহপরিচারিকা ফাতেমা বেগম ২০১০ সাল থেকে বেগম জিয়ার ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন। ২০১৮ সালে তিনি স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ফাতেমাও নিয়মিত হাসপাতালে থেকে সেবা করে থাকেন।

ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/