বিভিন্ন রোগ ও বার্ধক্যজনিত কারণে কারা হেফাজতে নিয়মিত বন্দির মৃত্যু হচ্ছে। এক হিসাবে দেখা গেছে, গড়ে প্রতিবছর অন্তত ৭৮ জন বন্দি মারা যান। তবে তাঁদের প্রত্যেকে কারাগারের বাইরে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খোঁজ নিয়ে জানা গেছে, গত পাঁচ বছরে এভাবে ৩৯২ জন বন্দির মৃত্যু হয়েছে।
সেই হিসাবে প্রতিবছর গড়ে ৭৮ জন বন্দি মারা গেছেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে, ২০২৪ সালে কারা হেফাজতে মারা গেছেন ৬৫ জন, যাঁদের মধ্যে দণ্ডিত ২৩ জন এবং বিচারাধীন ৪২ জন। ২০২৩ সালে মারা গেছেন ১০৬ জন। এর মধ্যে দণ্ডিত ৪২ জন এবং বিচারাধীন ৬৪ জন।