দায়িত্ব গ্রহণ করলেন বরিশালের প্রথম নারী পুলিশ সুপার ফারজানা ইসলাম।
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম। রবিবার (৩০ নভেম্বর) সকালে বরিশাল জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদানকালে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জানা গেছে, বরিশালে জেলা পুলিশের ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে ফারজানা ইসলামকে। তিনি (ফারজানা ইসলাম) গত বছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে ব্যাপক সুনামের সাথে কাজ করেছেন। এর আগে তিনি ঢাকায় পুলিশের বিশেষ শাখা এসবিতে ছিলেন। ২৫তম বিসিএসের এ কর্মকর্তা ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।
https://slotbet.online/