বরিশাল সিভিল সার্জন অফিসের সাবেক হিসাবরক্ষক জাহিদা আনোয়ার মুন্নির বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দায়িত্বে থাকাকালে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অভিযোগে জানা যায়, সরকারি চাকরিজীবী হয়েও তিনি বরিশাল শহরের কাউনিয়া এলাকায় “মৌটুসি প্যালেস” নামে তিনতলা ভবন নির্মাণ করেছেন, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
এছাড়া দায়িত্বে থাকাকালে বিভিন্ন টেন্ডার কার্যক্রমে নির্দিষ্ট ঠিকাদারদের মাধ্যমে কাজ আদায়ের অভিযোগও রয়েছে। অভিযোগের পর তিনি স্বেচ্ছায় বদলি হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন, যদিও সেখানে তার কোনো পদ শূন্য নেই।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর বলেন, “তার পদায়নের সুযোগ নেই; অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” সিভিল সার্জন ডা. এসএম মনজুর-এ-এলাহী জানান, “তার বিরুদ্ধে দুটি তদন্ত চলছে—একটি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় ও অন্যটি অভ্যন্তরীণভাবে।”
অভিযোগের বিষয়ে জাহিদা আনোয়ার বলেন, “পরিচালকের নির্দেশেই আমি হাসপাতালে কাজ করছি।” আয়বহির্ভূত সম্পদের বিষয়ে তিনি কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
https://slotbet.online/