• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

ঢাকা মহানগর গোয়েন্দা শাখার নতুন প্রধান ডিআইজি শফিকুল ইসলাম

প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ডেস্ক নিউজ:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি শফিকুল ইসলাম। তিনি ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হলে তখন থেকে যুগ্ম-কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ডিআইজি শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।
কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন। ২০০২ সালে ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় যোগ দিয়ে প্রায় পাঁচ বছর কাজএরপর তিনি সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের জুনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লাইবেরিয়ায় পাঠানো হয় তাকে। দেশে ফিরে ২০১০ সালে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় আবারও লাইবেরিয়া শান্তিরক্ষা মিশনে যোগ দেন।
২০১৩ সালে তিনি পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পান এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এক বছর পর আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন।
দেশে ফিরে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পান তিনি। ২০১৯ সালে নৌ-পুলিশের এসপি হন এবং ২০২১ সালে পদোন্নতি পেয়ে ওই সংস্থার অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
দীর্ঘ অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর এবার তিনি রাজধানীর অপরাধ দমন ও গোয়েন্দা কার্যক্রমে নেতৃত্ব দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/