নিজস্ব প্রতিবেদক : ঢাকা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গত সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে ৫৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাই মাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৭ দিনে টানা অভিযান
আইএসপিআরের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর পদাতিক ডিভিশন, স্বতন্ত্র ব্রিগেড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, চাঁদাবাজ ও জুয়াড়িসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।
কী কী উদ্ধার হয়েছে
অভিযানে উদ্ধার করা হয়েছে—
•১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র
•৬টি হ্যান্ড গ্রেনেড
•১০৩টি গুলি
• দেশীয় অস্ত্র
• মাদকদ্রব্য
• সিলেটের সাদা পাথরসহ চোরাই মাল
• মুঠোফোন, মোটরসাইকেল ও নগদ অর্থ
আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেনাবাহিনীর তৎপরতা
আইএসপিআর জানায়, বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনা সদস্যরা সরাসরি দায়িত্ব পালন করছে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানানো হয়। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহবান জানিয়েছে সেনাবাহিনী।
https://slotbet.online/