• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

বরিশালের কুখ্যাত ‘রাসেল মেম্বার’ অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

প্রতিনিধি / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ডেস্ক নিউজ:
বরিশালের মাদক ব্যবসায়ীদের তালিকায় শীর্ষে থাকা চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. রাসেল হালদার ওরফে রাসেল মেম্বারের প্রভাবশালী জীবন এবার থামল পুলিশের হাতে। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে মাদক বাণিজ্যে জড়িত এ ব্যক্তিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ভীতি ও ক্ষোভ। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর অর্থের জোরে সে এলাকায় একপ্রকার অঘোষিত ‘ক্ষমতাধর’ হয়ে ওঠে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর রাসেল প্রকাশ্যে মাদক ব্যবসা শুরু করে। মাদক কারবারে সক্রিয় থেকে নানা অপরাধে জড়িয়ে পড়ে সে ও তার দলবল। বরিশালের বর্তমান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই রাসেলকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন গোয়েন্দারা।  রাসেল পুরো এলাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসিয়ে তার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো যে কারনে থানা পুলিশসহ গোয়েন্দা পুলিশের খানিকটা বেগ পেতে হয় রাসেলকে আটক করতে।  তবে কথায় আছে চোরের দশদিন গৃহস্তের একদিন। শেষ পর্যন্ত গোয়েন্দা জালে আটক রাসেল।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে চরবাড়িয়া গাজীর খেয়াঘাট সংলগ্ন একটি বিল থেকে তাকে ডিবি পুলিশ আটক করে। এ সময় তার তিন সহযোগী—মো. রাব্বি সরদার (২৪), মো. মামুন ফকির (২৫) ও মো. শাওন বেপারী (২৫)—ও ধরা পড়ে। তাদের কাছ থেকে উদ্ধার হয় কয়েকটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা।

উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, অভিযানের আগে গোয়েন্দা দল রাসেলের বাড়ির আশপাশ ঘিরে রাখে। উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ইন্সপেক্টর সগীরের নেতৃত্বে থাকা পুলিশ দল ধাওয়া দিয়ে আটক করে। তবে ‘ল্যাপটপ বাবু’সহ কয়েকজন সহযোগী এখনও পলাতক। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ছাড়াও রাসেলের কাছে একটি অবৈধ আগ্নেআস্ত্র থাকার তথ্য ছিলো পুলিশের কাছে। তাকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী পদক্ষেপ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/