বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ৬টা ৫ মিনিটে কোতয়ালী মডেল থানার বিসিসি ২৪নং ওয়ার্ডের দপদপিয়া সেতু সংলগ্ন “স্বপ্ন বিলাস” নামক ভবনের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে এএসআই (নিঃ) দিদারুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, কনস্টেবল কেএম রফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান খান, মোঃ ইমাম হোসেন ও মোঃ জুলফিকার হোসেনের সমন্বয়ে বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন—
১)মোঃ সুমন হাওলাদার (৩০), পিতা- মোঃ শাহজাহান হাওলাদার, মাতা- মৃত শাহিদা বেগম, সাং- দক্ষিণ মুরাদিয়া, ০৪নং ওয়ার্ড, মুরাদিয়া ইউপি, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী।
২)মোঃ সোলায়মান হাওলাদার (১৭ বছর ১১ মাস ২৪ দিন), পিতা- মোঃ কামাল হাওলাদার, মাতা- সুরাইয়া বেগম, সাং- দক্ষিণ মুরাদিয়া, ০৪নং ওয়ার্ড, মুরাদিয়া ইউপি, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী।
ডিবি পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা এবং একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জানা যায় গোয়েন্দা পুলিশের এস আই জাহিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এর আগেও মাদকের বড় চালানসহ আটক হয় বেশকিছু মাদক ব্যবসায়ী। মাদকের বিরুদ্ধে পরিচালিত এই অভিযান কিছুটা হলেও এর সহজলভ্যতা কমায়, এমনটাই মনে করছেন সচেতন নাগরীকবৃন্দ।
https://slotbet.online/