নিজস্ব প্রতিবেদক │ বরিশাল │ ৮ আগস্ট ২০২৫
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ মোহাম্মদ হাছান (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ১২টা ৫০ মিনিটে বন্দর থানাধীন ৯নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নরকাঠী এলাকার লাহারহাট স্পিডবোট ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. জাহিদ হাসান, এএসআই (নিঃ) মো. হাসানুজ্জামান, এএসআই (নিঃ) দিদারুল ইসলাম, কনস্টেবল রফিকুল ইসলাম, মেহেদী হাসান খান, ইমাম হোসেন, জুলফিকার হোসেন, জসিম উদ্দিন ও শফিকুল ইসলাম সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এ অভিযান চালায়।
অভিযানকালে শাহ মোহাম্মদ হাছানের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার সবুজগ্রাম এলাকার আকবর হোসেন ও শামীমা আক্তারের ছেলে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
https://slotbet.online/