• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

১/১১ র পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলমের পোস্টে রাজনৈতিক অঙ্গনে জল্পনা

প্রতিনিধি / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যজনক পোস্ট দেন মাহফুজ আলম। তিনি লেখেন, “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!” তবে পোস্টের ২৩ মিনিট পর সেটি আপডেট করে যোগ করেন, “তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। কেউ কেউ বলছেন, এটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অনিশ্চয়তা নিয়ে সরাসরি ইঙ্গিত। আবার অনেকে মনে করছেন, এটি কেবল রাজনৈতিক উত্তেজনা আরও উসকে দেওয়ার কৌশলও হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহফুজের পোস্টের ভাষা স্পষ্টভাবে ২০০৭ সালের ১১ জানুয়ারি ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, যেটি বাংলাদেশের ইতিহাসে ‘১/১১’ নামে পরিচিত। সেই সময় সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে গঠিত একটি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তন করেছিল। সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন উদ্দিন আহমেদ। দেশের রাজনৈতিক সংকট, সহিংসতা এবং দ্বন্দ্বের পটভূমিতে ওই সময় জরুরি অবস্থা জারি হয়েছিল।

এই প্রেক্ষাপটে মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্য অনেকের কাছে উদ্বেগজনক মনে হচ্ছে। তার বক্তব্যের পেছনে কোনো গোপন বার্তা আছে কি না, কিংবা এটি স্রেফ সামাজিক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে কি না—তা এখনও পরিষ্কার নয়।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমন মন্তব্য দেশের সংবেদনশীল পরিস্থিতিতে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে। যখন রাজনৈতিক মাঠে উত্তেজনা ও সংঘাত বেড়ে চলেছে, তখন এ ধরনের অস্পষ্ট মন্তব্য অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/