• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

শাকিব-বুবলীর ‘চিরস্থায়ী সম্পর্ক’ প্রসঙ্গে কী বললেন চয়নিকা?

প্রতিনিধি / ৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর রোমান্টিক মুহূর্তের একগুচ্ছ ছবি। সে ছবি প্রসঙ্গে এবার মন্তব্য করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

রোববার (৩ আগস্ট) রাতে শাকিব-বুবলীর প্রকাশিত ছবিগুলো নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন চয়নিকা। ছবির ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক গান যোগ করে আবেগী বার্তা দেন তিনি।

 

জানান, আগের চেয়ে আরও শান্ত ও পরিণত গল্প শুরু হয়েছে শাকিব, বুবলীর। সম্পর্কে তাদের ফিরে আসাটা সবচেয়ে সাহসের কাজ। তাদের চিরস্থায়ী সম্পর্কের শুভকামনা এবং ভালোবাসাও জানান নির্মাতা।
 
সময়ের পাঠকের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
 
একজন শাকিব খান, একজন শবনম ইয়াসমিন বুবলী, একজন শেহজাদ খান বীর। অনেক অনেক অভিনন্দন। আজকের এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কী যে ভালো লাগলো।
 
কিছু সম্পর্কের টান এমনই হয় — সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল, তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর।
 
এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে — আগের চেয়ে একটু বেশি শান্ত, একটু পরিণত,অনেক বেশি আপন, ভালোবাসার আর সম্মানের। কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর ‘ফিরে আসা’ বলা যায় না—ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন।
শুভ কামনা তোমাদের জন্য। বিশেষ করে আমাদের বীরের জন্য। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন।
 
অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা। আর শুভ কামনা। সদা থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে। শাকিব ভাই অনেক ধন্যবাদ আপনাকে আর আমাদের অর্পাকে। সত্যি অনেক খুশি হয়েছি। অনেক ভালো থেকো। অনেক ভালোবাসি তোমাদের। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/