নিজস্ব প্রতিবেদক: আলোচিত মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি নরেশ বিশ্বাস (৩১)কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৪ তারিখ সকাল ৬টা ৩০ মিনিটের দিকে পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকায় সংঘটিত মানব পাচার মামলার অন্যতম আসামি ছিলেন নরেশ বিশ্বাস। দীর্ঘ অনুসন্ধানের পর র্যাব-১০ এর একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সোমবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তদন্ত সূত্রে জানা যায়, আসামি নরেশ বিশ্বাসসহ অন্যান্য সহযোগীরা ভিকটিম সবুজকে মালয়েশিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানে তিন বছরের জন্য ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকায় চুক্তি করে। পরবর্তীতে তিন মাসের একটি ভিসা দিয়ে প্রতারণার মাধ্যমে ভিকটিমকে মালয়েশিয়া পাঠানো হয়। সেখানে যাওয়ার পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা না করে সবুজকে অন্য এক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয় আসামিরা। ওই প্রতিষ্ঠান ভিকটিমের কাছ থেকে বিনা পারিশ্রমিকে শ্রম আদায় করে এবং অল্প পরিমাণ খাবার দিয়ে তাকে অমানবিকভাবে কাজ করায়।
ঘটনার পর ভিকটিমের বোন পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পিরোজপুর সদর থানার মামলা নং-২০, তারিখ ২৪ অক্টোবর ২০২৫, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-এর ৬/৭/৯ ধারায় রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন।
র্যাব-১০ এর আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে নরেশ বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নরেশ বিশ্বাস বরিশালের বানারিপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের নরেন বিশ্বাসের ছেলে।
পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-১০।
https://slotbet.online/