• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

আর্জেন্টিনার সঙ্গে ১৫০ কোটি টাকার চুক্তি বাতিল, কেরালায় প্রীতি ম্যাচ আয়োজন অনিশ্চিত

প্রতিনিধি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫


নিজস্ব প্রতিবেদক // নাগরীক বরিশাল

২০২৫ সালে ভারতের কেরালা রাজ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে এনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে কেরালা সরকারের বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান ‘সনজোয়েস স্পোর্টস অ্যান্ড ইভেন্টস’

আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যম গোলডটকম জানিয়েছে, চলতি বছরের জুন মাসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-কে ১৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৫০ কোটি টাকা) অগ্রিম পরিশোধ করা হয়েছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন বলেন, “চুক্তি অনুযায়ী, ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২০২৫ সালের মধ্যে কেরালায় আনা ছিল মূল শর্ত। সেই লক্ষ্যে এএফএ অর্থ গ্রহণ করেছে এবং আমাদের ধৈর্যের জন্য ধন্যবাদও জানিয়েছে।”

তবে সবকিছু গুছিয়ে নেওয়ার পরও হঠাৎ করেই এএফএ জানায়, ম্যাচ আয়োজন ২০২৬ সালের সেপ্টেম্বরে স্থানান্তর করা যায় কি না, তা নিয়ে ভাবছে তারা। বিষয়টি মেনে নিতে নারাজ অগাস্টিন। তিনি স্পষ্টভাবে বলেন, “২০২৬ সালে বিশ্বকাপ শুরু হবে জুনে। তখন আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন থাকবে কি না, তা বলা যায় না। আমাদের চুক্তি ছিল স্পষ্টভাবে বর্তমান চ্যাম্পিয়নদের নিয়েই।”

কেরালার ক্রীড়া মন্ত্রী ভি. আবদুরাহিমান বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা ২০২৬ নয়, ২০২৫ সালেই ম্যাচ আয়োজন করতে চেয়েছি। যদি আর্জেন্টিনা অক্টোবরে আসতে চায়, আমরা রাজি। কিন্তু ২০২৬ সালের মার্চের প্রস্তাব আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, কারণ তখন ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এই প্রেক্ষাপটে মেসি-ভক্তদের জন্য হতাশার খবর হলো, কেরালায় এই প্রীতি ম্যাচ আপাতত অনিশ্চিত। তবে সূত্র বলছে, ডিসেম্বরে লিওনেল মেসির ভারত সফরের সম্ভাবনা রয়েছে। তিনি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি সফর করতে পারেন। তবে এই সফর জাতীয় দলের নয়, বরং ক্লাব পর্যায়ের হতে পারে।

উল্লেখ্য, আর্জেন্টিনা তাদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে ২০২৫ সালের সেপ্টেম্বরে, যেখানে বিশ্বকাপ বাছাইপর্বে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর। তাই সেখান থেকেও এই বছরের কেরালা সফর বাতিল হওয়ার একটি বড় যুক্তি উঠে এসেছে।

ফলে কেরালায় আর্জেন্টিনার ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই। চুক্তিভঙ্গ ও সময়সূচি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ। এখন দেখার বিষয়, আলোচনার মাধ্যমে পরিস্থিতি কতদূর মীমাংসিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/