পটুয়াখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫, আতঙ্ক
পটুয়াখালী দুমকীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শ্রীরামপুর, রাজাখালী, পিরতলা বন্দর, দুমকী ও জলিশা এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে। আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লুথ্যারান হেলথ কেয়ারে চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে পটুয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর তেড়ে এসে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের নির্দেশে পাগলা কুকুরটিকে দুপুর ১২টার দিকে পবিপ্রবির নিরাপত্তারক্ষী, স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকাবাসী গ্রামীণ ব্যাংক সড়কের হাওলাদার বাড়ির একটি ঘরের মধ্যে আটকে মেরে ফেলা হয়।
আহতরা হলেন: আব্দুল্লাহ (১৯), ইউসুফ, মফিজুর রহমান (৭০), তানিয়া (সাড়ে ৩ বছর), মাহিনুর বেগম (৩৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), নাইমুল (২), মাধবী রানী (৪০), জান্নাতুল ফেরদৌস (১৮) ও খোকন (৪০) আ. লতিফ মৃধ্যাসহ (৮০) ৩৫ জন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই। আহতদের প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এ রকম আরো সংবাদ...