নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে ৮২ পিস ইয়াবা ও নগদ ২১ হাজার ৬শ টাকাসহ এক কিশোরীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতের নাম সুখি আক্তার (১৯)। সে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার মো. এনামুল হকের মেয়ে। অভিযানের সময় তার বড় বোন সীমা আক্তার (২৫) পালিয়ে যায়।
কাউনিয়া থানার এসআই হরষিৎ মণ্ডলের নেতৃত্বে এএসআই শরিফ হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সুখিকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।
এসআই হরষিৎ মণ্ডল জানান, আটক সুখি আক্তার স্বীকার করেছে যে, সে ও তার বোন দীর্ঘদিন ধরে কাউনিয়া এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক সীমাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
https://slotbet.online/