ডেস্ক নিউজ: সেনা কর্মকর্তাদের সাব-জেলে প্রেরণ: আদালতের নির্দেশনা গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার পর সেনানিবাসের একটি সাব-জেলে প্রেরণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এ সংক্রান্ত আদেশ দেন। পআদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে তারা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন। কোন জেলে বা সাব-জেলে তাদের রাখা হবে, সে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষের এখতিয়ারে থাকবে। একইসঙ্গে আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলার অন্যান্য পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, গত কয়েকদিন আগে সরকার বিশেষ একটি আদেশ জারি করে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছিল। ধারণা করা হচ্ছিল, সেখানে বিশেষ কোনো বন্দীকে রাখা হতে পারে। বুধবারের এই ঘটনায় সেই ধারণা বাস্তবায়িত হলো। বিচারিক আদালতের নির্দেশে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসের সাব-জেলে স্থানান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। সেখানে তারা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন বলে জানানো হয়েছে।
https://slotbet.online/