অনলাইন ডেস্ক : বরিশালে সম্প্রতি সাংবাদিকতার নামে চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও পড়ছেন এই চাঁদাবাজ চক্রের টার্গেটে। মহান পেশা সাংবাদিকতাকে কলুষিত করছে এক শ্রেণির অসাধু ব্যক্তি, যারা সাংবাদিকতার আড়ালে অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বরিশাল প্রেসক্লাবের সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে পেশাদার সাংবাদিকদের ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ এক জরুরি সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকতার নামে চাঁদাবাজ চক্রের অপতৎপরতা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। তারা রাতের আঁধারে সড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা দাবি করছে। অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব অনলাইন টিভি ও অখ্যাত পত্রিকার নামে প্রেস লেখা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনকি একাধিক ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও এখন সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিতে লিপ্ত।”
সাংবাদিক নেতারা আরও বলেন, “এই পরিস্থিতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এখন প্রকৃত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অপসাংবাদিকতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে ‘অপসাংবাদিকতা প্রতিরোধে একটি অ্যাকশন কমিটি’ গঠন করা হয়। এই কমিটি ইতোমধ্যে বরিশাল নগরীতে কর্মরত চাঁদাবাজ সাংবাদিকদের একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে। একইসঙ্গে সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়, সাংবাদিকতার নামে কেউ যদি চাঁদা দাবি করে বা অনৈতিক সুবিধা নিতে চায়, তবে ভুক্তভোগীরা যেন তাৎক্ষণিকভাবে বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু (০১৭১১-৩৭২৪৬৪), বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (০১৭১১-২৬১১৮৮) অথবা বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন (০১৭১২-১৮৯৩৩৮)-এর সঙ্গে যোগাযোগ করেন।
সভায় উপস্থিত ছিলেন— বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হিরা, প্রকাশক ও সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ মাহমুদ, সাধারণ সম্পাদক এম লোকমান হোসাইন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বরিশাল ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি বীরেন্দ্রনাথ সমাদ্দার, বার্তা সম্পাদক ফোরাম বরিশালের আহ্বায়ক জিয়া শাহিন, সদস্য সচিব খান রুবেল, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, সিনিয়র সাংবাদিক কমল সেনগুপ্ত, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিন সুমন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি খান মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আল আমিন সাগর এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রাতুল।
সভায় উপস্থিত সবাই সাংবাদিকতার পবিত্র মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিক চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
https://slotbet.online/