বরিশাল, ১৬ অক্টোবর:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে বন্দর থানাধীন টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের নরকাঠী এলাকার লাহারহাট স্পিডবোট ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের এসআই মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে কনস্টেবল কেএম রফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান খান, মোঃ জুলফিকার হোসেন ও মোঃ শফিকুল ইসলাম সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে মোঃ সেলিম (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রাজগঞ্জ বাজার এলাকার দিলিলপুর গ্রামের নূর আলম ওরফে নুরুল আমিনের পুত্র।
অভিযানকালে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় আটক সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
https://slotbet.online/