• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

বরিশাল শিল্পকলা একাডেমির বিতর্কিত কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত বদলি: শিল্পসমাজে স্বস্তির বাতাস।

প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | সোমবার, ১৫ অক্টোবর ২০২৫

বরিশাল শিল্পকলা একাডেমির বিতর্কিত কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তকে কুড়িগ্রামে বদলি করা হয়েছে। সোমবার রাতে বদলির খবরটি প্রকাশিত হতেই নগরীর শিল্প-সংস্কৃতি অঙ্গনে স্বস্তির সঞ্চার হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের প্রতিক্রিয়া থেকে বোঝা যায়—তারা যেন একপ্রকার “হাফ ছেড়ে বাঁচলেন”।
শিল্পকলার অভ্যন্তরীণ একাধিক সূত্র জানায়, অসিত বরণের বিরুদ্ধে চলমান দুর্নীতি ও অনিয়ম তদন্তের ফলেই এই বদলি কার্যকর হয়েছে। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দেয়ার পর তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অসিত বরণ দাশগুপ্তের বিরুদ্ধে বরিশালসহ কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে নানা অভিযোগ রয়েছে। ২০১৩ সালে কালচারাল অফিসার হিসেবে নিয়োগের পর থেকেই সিলেট, হবিগঞ্জ ও বরিশাল—তিন জেলাতেই তার কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিয়েছে।
২০১৬ সালে সিলেটে নারী কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অপসারণের দাবিতে স্মারকলিপি দেন। ২০২৪ সালে সিলেটেই তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদে বিক্ষোভও হয়। এরপর ২০২৫ সালে তাকে বরিশালে বদলি করা হয়।
বরিশালে যোগদানের পর থেকেই তিনি সরকারি রেস্ট হাউজে পরিবারসহ অবৈধভাবে বসবাস করে প্রায় পাঁচ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেন, এমন অভিযোগ তদন্তে উঠে এসেছে। তাছাড়া শিল্পকলা একাডেমির হলরুম ভাড়ার আয় গোপন রেখে প্রায় ২৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ২০২৪ সালের ৩০ জুন অসিত বরণ দাশগুপ্ত হঠাৎ করে জেলা সাংস্কৃতিক প্রশিক্ষণ বন্ধ ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হন একাডেমির প্রশিক্ষকরা। তাদের অভিযোগ—প্রশিক্ষকদের চুক্তি নবায়নে তিনি ইচ্ছাকৃত বিলম্ব ঘটিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন।
এই ঘটনার পর বরিশালের সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় ১ জুলাই শিল্পকলা একাডেমির তৎকালীন ভারপ্রাপ্ত মহাপরিচালক, জেলা প্রশাসক ও দুদকের বরিশাল কার্যালয়ে দুর্নীতির বিস্তারিত অভিযোগপত্র দাখিল করেন। শিল্পকলা একাডেমির সর্বশেষ আদেশে সারা দেশের ১৯ জেলার কালচারাল অফিসারকে বদলি করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ২৩ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে সেদিন থেকেই তারা অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
প্রশাসনিক একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, অসিত বরণকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে এবং তার স্থলে পটুয়াখালীর তানবীর রহমান বরিশাল শিল্পকলা একাডেমির নতুন কালচারাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
অসিত বরণের বদলির খবর ছড়িয়ে পড়ার পর বরিশালের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে একধরনের স্বস্তি দেখা গেছে। স্থানীয় নাট্যকর্মী রফিকুল ইসলাম বলেন,
অসিত বরণ শিল্পকলাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভেবে ব্যবহার করতেন। তার স্বৈরাচারী আচরণে আমরা দীর্ঘদিন ভুক্তভোগী ছিলাম।”

 

অন্যদিকে একাধিক সাংস্কৃতিক কর্মী অভিযোগ করেন, অসিত বরণ বরিশালে যোগদানের পর থেকেই রাজনৈতিক পক্ষপাত ও ভুয়া বিল ভাউচার তৈরি করে শিল্পীদের প্রাপ্য অর্থ আত্মসাৎ করেছেন।
বদলির বিষয়ে জানতে ফোন করা হলে অসিত বরণ দাশগুপ্ত কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং সংবাদ প্রকাশের আগে বিষয়টি নিশ্চিত হতে পরামর্শ দেন।
তবে জেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, “অসিত বরণের বদলি আদেশ সঠিক এবং তা অবিলম্বে কার্যকর হচ্ছে।”
দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জর্জরিত এক কর্মকর্তার বিদায়ে এখন নতুন করে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন বরিশালের শিল্পীরা। তাদের ভাষায়—এই বদলি শুধু একজন কর্মকর্তার নয়, বরং বরিশাল শিল্পকলার মুক্তি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/