• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

চরবাড়িয়া ইউনিয়নে কাউনিয়া থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ।

প্রতিনিধি / ১৪০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল: গতকাল (৬ সেপ্টেম্বর)  বরিশাল কাউনিয়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৩নং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

আরও উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব কামাল হোসেন, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা মো. বাবুল হোসেন খান, সভাপতি মাসুদ হাং, সদস্য মো. শুকুর বেপারী, ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা মো. মিজানুর রহমান ও আয়নাল বেপারী, সভাপতি ইউসুফ আলী হাং, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি গাজী মো. রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যকর্মীরা।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো সমাজকে ধ্বংস করছে। তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে, অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জুয়া নীরব বিষের মতো সমাজকে গ্রাস করছে। পরিবারে অর্থনৈতিক সংকট, অশান্তি এবং সামাজিক অবক্ষয়ের মূল কারণ হয়ে উঠছে জুয়া। তাই মাদক ও জুয়া প্রতিরোধ শুধু প্রশাসনের নয়—এটি সামাজিক দায়িত্ব।

ওসি নাজমুল নিশাত বলেন, “ওপেন হাউজ ডে পুলিশের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এখানে জনগণের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশা গুরুত্ব সহকারে শোনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”

তিনি আরও বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং বাল্যবিবাহের  মতো অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তবে পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়—জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/