নিজস্ব প্রতিবেদক : ঢাকা
রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের টার্গেট করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে ডাকাতি করা চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় চক্রের আরও পাঁচ সদস্য কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ এবং কামাল হাওলাদার। বাকিরা তাদের সহযোগী আব্দুর রহমান হাওলাদার, মেহেদী হাসান ওরফে হাসান, বাবুল হাওলাদার, রমিজ তালুকদার ও জান্নাতুল ফেরদৌস।
তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, ভুয়া আইডি কার্ড, হাতকড়া, খেলনা পিস্তল, পকেট রাউটার, মোবাইল ফোন ও লেজার লাইট উদ্ধার করা হয়েছে।
ডিসি মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর তাঁতিবাজারে স্বর্ণ কেনাবেচা করতে আসা ব্যবসায়ী এবং ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকারীদের টার্গেট করতো। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাদের ডাকাতির শিকার বানাতো।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। ওই সময় ডাকাত চক্রটি বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। নথি পর্যালোচনায় দেখা গেছে, দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমানের নামে ৩টি, মেহেদী হাসানের নামে ৪টি, বাবুল হাওলাদারের নামে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতির মামলা রয়েছে।
এ ঘটনায় শাহবাগ থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে।
https://slotbet.online/