• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বরিশাল নগরীতে ফের সক্রিয় কিশোর গ্যাং। বরিশাল নগরীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং।

জাতির গর্ব তিন শিক্ষক: নিহতদের পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের।

প্রতিনিধি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক :
ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষক—মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম—বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েও মানবতা ও সাহসিকতার অনন্য উদাহরণ রেখে গেছেন। তাদের স্মৃতিকে “জাতির গর্ব ও আদর্শ” হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

 

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন,
“দুর্ঘটনার স্মৃতি এখনো সবার ভেতরে দগদগে। আপনাদের শোক শুধু ব্যক্তিগত নয়, জাতিরও। আমরা এই বেদনা ভাগ করে নিয়েছি। একই সঙ্গে গর্বিত যে, আমাদের দেশে এমন মানুষ আছেন যারা নিজের জীবন বাজি রেখে অন্যকে রক্ষা করেছেন।
প্রধান উপদেষ্টা নিহত শিক্ষকদের স্মৃতিকথা মনোযোগ দিয়ে শোনেন এবং পরিবারের কাছে তাদের সাহসী ভূমিকার বর্ণনা শুনে আবেগাপ্লুত হন। তিনি বলেন,তারা প্রমাণ করেছেন যে মানবতার টানে একজন মানুষ কতটা মহৎ হতে পারেন। আমরা ক্ষুদ্র মানুষ ছিলাম, তারা আমাদের বড় করেছেন। তাদের স্মৃতি ধরে রাখতে জাতি যা যা প্রয়োজন, তা করবে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, দুই ছেলে আদিল রশিদ ও আয়ান রশিদ, বোন মেহেতাজ চৌধুরী, ভাই মুনাফ মজিব চৌধুরী ও নিকট আত্মীয় কাওসার হোসেন চৌধুরী।
শিক্ষক মাসুকা বেগমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার বোন পাপড়ি রহমান ও ভগ্নিপতি খলিলুর রহমান।
আর শিক্ষক মাহফুজা খাতুনের পরিবার থেকে উপস্থিত ছিলেন তার মেয়ে আয়েশা সিদ্দিকা, বোন মুরশিদা খাতুন, ভাগ্নে মো. মাইদুল ইসলাম ও নিকট আত্মীয় হুমায়ূন কবির।
প্রধান উপদেষ্টার সঙ্গে এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “এই শিক্ষকরা শুধু সাহসিকতার নয়, মানবতার প্রতীক হয়ে উঠেছেন। তাদের নাম জাতির স্মৃতিতে চিরদিন অম্লান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/