অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ভোর পাঁচটার দিকে যাত্রাবাড়ী ও কুতুবখালীর মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম বাবুল চন্দ্র রায় (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত। পুলিশ সদস্য বাবুল চন্দ্র রায় সিএমএম আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার জন্য ঢাকায় আসেন।
যাত্রাবাড়ী এলাকায় গাড়ি থেকে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। আহত অবস্থায় বাবুল চন্দ্র নিজেই যাত্রাবাড়ী থানায় যান এবং পরে সেখানে থেকে তাকে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক ইফাত আহমেদ জানিয়েছেন, “আহত পুলিশ সদস্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তার চিকিৎসা চলছে। আমরা দ্রুত ছিনতাইকারীদের ধরতে কাজ করছি।”
ঢাকার এই ছিনতাই ও সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
https://slotbet.online/