সূত্র: বিবিসি নিউজ
জুলাই ঘোষণাপত্র’-এর প্রতি নীরব প্রতিবাদ জানাতে কক্সবাজার সফরে গিয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত। দলের কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি বলেন, কক্সবাজার যাত্রার উদ্দেশ্য ছিল কোনো ব্যক্তিগত ভ্রমণ নয়, বরং এটি ছিল একটি মৌন রাজনৈতিক অবস্থান।
তিনি বলেন, “তাসনিম জারাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শুধু নারী হওয়ার কারণেই তাকে কেন্দ্র করে কিছু মিডিয়া চক্রান্তমূলকভাবে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনাম ছড়িয়েছে।”
হাসনাত অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থা ও কিছু অসৎ গণমাধ্যমের সমন্বিত আক্রমণ একজন নারীকে হেয়প্রতিপন্ন করার স্পষ্ট প্রমাণ। তার মতে, এ ধরনের ন্যক্কারজনক প্রচারণার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিরুৎসাহিত করা।
তিনি আরও বলেন, “আমাদের পার্টির উচিত ছিল এই অসৎ মিডিয়া ও গোয়েন্দা চক্রান্তের বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেওয়া। কিন্তু তার পরিবর্তে পার্টি আমাদের বিরুদ্ধে যে শোকজ দিয়েছে, তা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উৎসাহ দিয়েছে।”
শোকজের বিষয়ে তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র বা কোনও নির্দিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ না দিয়েই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এমনকি সেটি অতি উৎসাহের সঙ্গে গণমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়েছে, যা রাজনৈতিক প্রজ্ঞার অভাব বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত দাবি করেন, “আমি দলের কোনও আইন ভাঙিনি। বরং এনসিপির প্রতি আমি অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমেই আমাদের দল রাজনৈতিকভাবে আরও পরিণত হবে।”
এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ বিষয়ে বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
https://slotbet.online/